Sahittya

Literature magazine | Bangla & english worldwide

M H Mobarak poem

M H Mobarak poem

এম এইচ মোবারকের পাঁচটি কবিতা

এম এইচ মোবারকের পাঁচটি কবিতা : অপেক্ষা, আহ্বান, তুমি বাধ্য নও, আড়ালের কারুকাজ, বিরাট শিশু…

 

অপেক্ষা

সবুজ দুনিয়ায় বিষাক্ত মহামারি
হলুদ হৃদয়ে ক্রান্তির দাগ!
জীবন থেকে জীবনে জড়ো হয়েছে হাহাকার!
ধেয়ে আসছে প্লাবন মাটি ও প্রাণে।

তবু প্রকাশ হোক ঐ হৃদয়ের ইঙ্গিতে—
সব বর্ণনা ফেলে রেখে একটি কোমল গদ্য।
নিজস্ব ঢংয়ে—কবিতায় কিংবা মন থেকে মনে,
সবুজ ভূমি পুনরায় উর্বর হোক তোমার স্নিগ্ধতায়।

অপেক্ষা হয় যদি বিষাক্ত কিংবা জ্বলন্ত অগ্নি
তবে বিষক্রিয়া সয়ে ছাই হবো তোমায় ছুঁয়ে।
আমিই একমাত্র নির্ভীক ও সাহসী প্রেমিক
একটুকরো মায়া ও প্রেম খুঁজছি তোমার মৃত্তিকায়।

 

আহ্বান

ঐ চোখে আর আঁধার না নামুক—
এখন আর রাত চমকে উঠে না, গত রাতের দুঃস্বপ্নে।
জানো সত্য, নিকৃষ্ট মাকড়সাটা তার দীর্ঘমেয়াদি স্বপ্ন
বুনতে শুরু করে দিয়েছে।

কি প্রভাতকাল কোথায় তার গোধূলি এসব আজ খুব তুচ্ছ
এ-কথা তুমি বলতেই পারো—
আর তো কেউ আসেনি!
তুমিই স্বপ্নের একমাত্র আহ্বান আজ ও আগামী।

নিজস্ব অনুতাপের তাপে গলতে শুরু করেছে ভুলের বরফ
তাই শেষ প্রহরেও খোঁপায় গেঁথে দিতে চাই একটি রক্তজবা।
অবশিষ্ট আঁধার নিমজ্জিত হোক সূর্যের আগমনে,
বিশ্বাস করো নিঃস্ব হবেই আঁধার।

 

তুমি বাধ্য নও

কর্তব্যের পদচারণায় পথিক ক্লান্ত
বিশ্রামের নেশা নেই শরীরে।
জানি তুমি বাধ্য নও,
বাধ্য নয় অবসর!
পথিকের তরে।
নতুন নতুন অবহেলা মনটাকে—
গুঁজে দেয় নিমগ্ন অন্ধকারে।
অলস দুঃখগুলো অপেক্ষায় থাকে,
অন্য কোনো চিত্রের আশায়।
সুখ! এ পাড়ায় একদমই অপরিচিত।
তার বসবাস আভিজাত্য ঘিরে।
কোণঠাসা আজ ন্যায় আর শুভ্রতা,
তাই কিছু কথা আর স্বপ্ন জমা রাখলাম
তোমার সিন্দুকে।

 

আড়ালের কারুকাজ

একপলক দেখেছিলে তুমি—
দেখেছিলাম আমিও, শুধু শুভ্রতায়।

আজ আঁকা হচ্ছে মুখোশ আর আড়ালের কারুকাজ
বহু কথা, কিছু ভুল আর ভুলতে না-পারার আল্পনা,
বেঁচে থাকার অভিনয়ে তুমি আমি দুজনেই
প্রতিনিয়ত অধিকারী।

ভাঙা আয়নায় কোমল পা রক্তাক্ত হবার ভয়ে
ক্রমশই থমকে যায় পথচলা,
কখনো হাসি—কিছু অনুচ্চারিত কলঙ্কে
জীবন এগিয়ে চলে অনিশ্চিত চিন্তায়।

অবাক হয়েও আর খুঁজে পাবে না আমায়,
একই বৃত্তের অন্য কোনো প্রান্তে।

 

বিরাট শিশু

হে অবতার—
সত্যিই তুমি এক বিরাট শিশু
সবই তোমার পুতুল খেলার অংশ বিশেষ
নজরুল তোমায় বিরাট শিশু বলেছিল বহুকাল আগে
হয়তো সে তোমায় টের পেয়েছিল হারে হারে।

মনে জমিনে কিংবা শূন্যের খেলায় তুমি একমনা
একদিকে সৃষ্টি, অন্যদিকে বিনাশের পায়তারা!
আমি যখনি তোমায় কাছ থেকে দেখি,
তোমার বিলাস-লীলা আর মগ্নতায় স্পষ্ট হয়
প্রকাশ্যে বা গোপনে তুমি দারুণ খেলোয়াড়।

অবতার, আচ্ছা বলো তো—
তোমার এতো বিশালতা, নাম-যশেও কমতি নেই
তবু লীলা-বিলাসের খেলায় মূহুর্তেই নীতি
পরিবর্তন করে কি সুখ পাও তুমি? এ পর্বের নাম কি দেই বলো তো!
তোমার যদি ইচ্ছা জাগে, তবে বলে দিও পছন্দ মতো কোনো একটা নাম।

অবতার শোন, একটা খেলা কিন্তু তুমি দারুণ খেলো
তুমি যখন যে ঢঙ্গেই খেলো না কেন
তোমার খেলা দেখতেই মাঠে খুব ভিড় হয়।
তাই বলছি, তুমি নিত্য তুমি সত্য তুমি নিপুণ,
তুমি বেঁচে থাকো হে বিরাট শিশু।

About The Author

সম্পাদক

Jebunnahar Joni

জেবুননাহার জনি। Jebunnahar joni. কবি ও গল্পকার। জন্ম : ১১ জানুয়ারি, নারায়ণগঞ্জ; পৈতৃকনিবাস মাদারীপুর। পিতা : আতাউর রহমান হাওলাদার, মাতা : নুরুননাহার খান। সমাজকল্যাণে বিএ সম্মানসহ এমএ। পেশা : শিক্ষকতা। লেখার বিষয় : কবিতা ও গল্প। প্রকাশিত গ্রন্থ : মেঘলা রাতে চাঁদ (গল্প, ২০০৭), বিরান পথের কাশবন (কবিতা, ২০১৭)। পুরস্কার : গাংচিল সাহিত্য পুরস্কার (২০১১), সমধারা সাহিত্য পুরস্কার (২০১৫)।