Sahittya

Literature magazine | Bangla & english worldwide

Three poems by Nasir Ahmed

Three poems by Nasir Ahmed

নাসির আহমেদের তিনটি কবিতা

নাসির আহমেদের তিনটি কবিতা

.

আবাহন

আমের মুকুল ডাকছে তোমায়—এসো

ঝোড়ো হাওয়া ডাকছে তুমি এসো।

তোমার জন্য ফুটছে না বোল আমের

তোমার জন্য আসছে না রং জামের।

তুমি এলেই আমের শাখায় ঝড়

তুমি এলেই দেবতা দেন বর; ফুল-ফসলে নতুন দিনের গতি

সুখেই পূর্ণ হবে আয়ুষ্মতি।

তুমি এলেই রুদ্র কালবোশেখি

ঝড়ের পরেই নতুন সৃষ্টি দেখি।

তোমার জন্য পথ চেয়ে রয় দেশ

তুমিই স্বপ্ন চির অনিঃশেষ।

তোমার হাতেই পূর্ণতা হালখাতা

তপ্তরোদে যেন ছায়ার ছাতা।

তোমার আশায় পথ চেয়ে পথচলা

নতুন দিনের গানে মেলাই গলা।

বরিষণের ধারায় তুমি এসো

বীজের মতোই মাটিকে ভালোবেসো।

মেলার খেলনা পাতার বাঁশি ডাকে

তোমার জন্য রাত্রি সূর্য আঁকে।

এসো তুমি নতুন আশার ভোর

তুমি এলেই কাটবে আঁধার ঘোর।

নাসির আহমেদের কবিতা

প্রতিশ্রুতির মায়ায় বাঁধা

কত বসন্ত কত গ্রীষ্ম কত চৈত্ররাত

হু হু বাতাস ছুঁয়ে গিয়েছে আমার চুল

কত বর্ষ নববর্ষে আশার দোলা দুলিয়ে গেছে

নিরন্তর আশাভঙ্গে ছিঁড়েছে মর্মমূল।

তবু আশার সবুজ কুঁড়ি অঙ্কুরিত হবেই জানি

না হলে হয় কিভাবে সুখ স্বপ্নগাথা এত দুঃখে!

একজনমে বীজ বুনতে বুনতে ক্ষয় বয়সজমি

কিছু ফুলের কিছু ফলের গাছ লাগিয়ে দিন ফুরালো।

ফুল ফোটেনি ফল ধরেনি, তবু আশার বাগান গড়া

জীবন বুঝি এইরকমই আশার চাকা টেনে যাওয়া অন্ধপথে;

বিমূর্ত রাত সাগরতীরে জোছনা-ঢেউ, কাঁপছে বুক শূন্যহাত তবু বাড়াই তৃষ্ণাপোড়া নোনাজলে।

চৈতিরাত পেরিয়ে যায়,

যাও বর্ষ, নাও বিদায়

নোনাজলের আগুন জিভে, সাগর দেখা হয় না আর

ঝাউবনের এই সাগর তীরে এসেছিলাম যাচ্ছি ফিরে

তবু আশার সবুজলতা আমাকে ঘিরে উঠবে বেড়ে।

কথা দিয়েও কথা রাখে না জেনেও, তবু স্বপ্ন-দেখা প্রতিশ্রুতির মায়ায় বাঁধা জীবন বুঝি এমনি হয়।

নাসির আহমেদের কবিতা

স্বপ্ন দেখার ধ্যান

একটু স্বপ্ন একটু জ্যোৎস্না

মাতাল করা বসন্তরাত গন্ধে উতল হাওয়া

হতে পারতো তোমার কাছে শুধু এটুকু চাওয়া।

চাইনি বাড়ি-গেরস্থালি

বর্ষাভেজা উঠোন কিংবা 

কদম ফুলের গন্ধে আকুল ভেজাশাড়ির তৃষ্ণামাখা শান্তি-সরোবর

জানাই ছিল আমি যে এক দূরের রোমান্টিক

আমার কি হয় বাস্তবতার

সঙ্গে কোনো ঘর?

কবির কাজ তো স্বপ্ন দেখা,

স্বপ্ন ফেরিকরা

আর কী আছে দেবার মতো

স্বপ্নের সুখ ছাড়া!

অল্পে তুষ্ট এক জীবনে তাই তো চেয়েছিলাম শুধু

একচিলতে হাসির আলোয় হতে আত্মহারা।

এইটুকুও দ্বিধা তোমার—ফিরিয়ে দিলে বসন্তদিন,

বসন্তরাত এবং স্বপ্নে কুড়িয়ে পাওয়া শাদাফুলের

ঘ্রাণ!

তোমার  জন্য আর কী আছে বিনিময়ের বলো এখন শুধু  নিজের মধ্যে স্বপ্নদেখার ধ্যান।

……………….

আরো পড়ুন…

নাসির আহমেদের দশটি কবিতা

About The Author

সম্পাদক

Jebunnahar Joni

জেবুননাহার জনি। Jebunnahar joni. কবি ও গল্পকার। জন্ম : ১১ জানুয়ারি, নারায়ণগঞ্জ; পৈতৃকনিবাস মাদারীপুর। পিতা : আতাউর রহমান হাওলাদার, মাতা : নুরুননাহার খান। সমাজকল্যাণে বিএ সম্মানসহ এমএ। পেশা : শিক্ষকতা। লেখার বিষয় : কবিতা ও গল্প। প্রকাশিত গ্রন্থ : মেঘলা রাতে চাঁদ (গল্প, ২০০৭), বিরান পথের কাশবন (কবিতা, ২০১৭)। পুরস্কার : গাংচিল সাহিত্য পুরস্কার (২০১১), সমধারা সাহিত্য পুরস্কার (২০১৫)।