Sahittya

Literature magazine | Bangla & english worldwide

Prayan Gatha : Sunil Sharmacharya

প্রয়াণগাথা

প্রয়াণগাথা

সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা

সঃ ভূতাৎ চ ভব্যাৎ চ

কিছু কিছু মৃত্যু

…………..কারো কিছু আসে যায় না

কিছু কিছু মৃত্যু

…………..সবার বুক ভেঙে দেয়

.

কিছু কিছু মত্যু

…………..সবাই ভুলে যায়

কিছু কিছু মত্যু

…………..সবাই মনে রাখে…

.

আহা-রে, অশেষ সনাতন—

.

জন্ম ও মৃত্যু…

.

আসা আর যাওয়া…

প্রয়াণগাথা

এখানে বাবা বসতেন

এখানে গান গাইতেন বাবা

তাঁর গান দরজা পেরিয়ে

…………..বারান্দা পেরিয়ে

…………..উঠোন পেরিয়ে

…………..অরণ্যে মিশে যেত

তাঁর গান পাহাড়ে মিশে যেত

…………..পাহাড় পেরিয়ে

…………..মেঘে মিশে যেত

.

বাবা আজ অরণ্যে

…………..মিশে আছেন

বাবা আজ পাহাড়ে

…………..উপত্যকায়

…………..বৃষ্টিতে মিশে আছেন

.

তাঁর গান আজ

…………..বৃষ্টি হয়ে ঝরে

তাঁর গান আজ

…………..বাতাসের মতো

…………..আমাদের ঘিরে রাখে

প্রয়াণগাথা

মরে গেলে—

…………..অন্য জীবন শুরু

ব্যথার বালি ঝুরঝুর

…………..ঝরে ঝরে

………….. …………..শূন্যতা শুধু…

.

তারপর সে নেই—

………….. …………..ধীরে ধীরে

………….. …………..গল্প কথায়

………….. …………..মাঝে মাঝে

………….. …………..তাঁর কথা

………….. ………….. …………..মনে পড়ে…

.

তারপর আর নেই—

তারপর সবই শূন্যতা

………….. …………..প্রিয়জন

………….. …………..প্রিয় বন্ধু

………….. …………..প্রিয় লোকজন

ধীরে ধীরে

…………..ভুলে যায় তাকে…

.

সে যখন ছিল

…………..গুরুত্ব বুঝিনি

সে যখন ছিল

…………..তার উপস্থিতি বুঝিনি

.

সে যখন নেই

তখন সবার অত্যাগসহন…

.

বেদনায়, যন্ত্রণায়—

………….. …………..খাঁ খাঁ…

.

শূন্যতা শুধু শূন্যতা

প্রয়াণগাথা

কিছুই স্থায়ী নয় পৃথিবীতে

.

তবু ফুল-পাখি বৃক্ষ-লতা

রাত্রিদিন ঘিরে

আমাদের কথামালা

………….. …………..পুষ্প হয়ে ওঠে

.

আমাদের আকাঙ্ক্ষা-ইচ্ছা

পৃথিবীর ধূলিকণায়

………….. …………..চিরদিন মিশে থাকে!

.

কাল থেকে তিনি আর আসবে না

কাল থেকে কথা বলবেন না তিনি

কাল থেকে তাঁকে আর দেখা যাবে না

ঘরের আঙিনাজুড়ে থাকবে না তাঁর উজ্জ্বল                                                   

উপস্থিতি!

.

তিনি কোথায় গেলেন? জানি না!

তিনি কোথায় যেতে পারেন?

…………..খুব সোজা কথা, বোঝার জিনিস নয়।

.

পায়ের নিচে মাটি কেঁপে ওঠে

ঠোঁটের কথা ঠোঁটে গুমড়ে ওঠে

………….. …………..চোখের জল শুকিয়ে কাঠ

.

সকাল থেকে সন্ধ্যে

………….. …………..সন্ধ্যে থেকে রাত

সময় বেড়ে চলে ঘড়ির কাঁটায়

.

তাঁর চলে যাওয়া বুঝতে গিয়ে চেপে ধরে কণ্ঠ

কান্নায়!

.

সময় হলে যেতে হয়—

…………..মায়ার-বন্ধন, সংসার

…………..বন্ধু-বান্ধব, পথ-ঘাট

………….. …………..সবকিছু ছেড়ে…

.

কী এক বেদনা—

………….. …………..ঠোঁটে টল্ খায়

………….. …………..চোখে থমকায়…

শক্তিমত্তা, অহঙ্কার,

………….. …………..বিত্ত-বিলাস—

………….. ………….. …………..সব শূন্য

………….. ………….. …………..মায়া সব!

.

সময় হলে যেতে হয়—

………….. …………..চিরন্তন টানে

………….. …………..সবকিছু শূন্য করে!

.

একটা মানুষ পাখির মতন যখন উড়ে যায়

ঘর শূন্য হয়ে পড়ে

প্রিয়জন ব্যথায় কাতরায়

তার পরিবার ভীষণ ভাবে যন্ত্রণায়

তার শূ্ন্যতায় হাহাকার করে

.

টলমল টলমল করে বয়ে যায় দিন

বয়ে যায় রাত

ক্ষত আরো ক্ষত হয়ে রক্তাক্ত দেহপ্রাণ

.

এই মেঘ, এই আকাশ, এই বাতাস

বিরাট শূন্যতা নিয়ে আরো শূন্য ধু ধু…

.

চারদিকে স্মৃতি

চারদিকে উপস্থিতি

সে নেই…

.

প্রিয় কেউ হারিয়ে গেলে

থিকথিক হাহাকার…

বুকটাজুড়ে শোক পাথর!

…………………

পড়ুন

কবিতা

সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা

সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ

লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য

সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি

নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য

প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য

গল্প

উকিল ডাকাত : সুনীল শর্মাচার্য

এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প: সুনীল শর্মাচার্য

আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য

প্রবন্ধ

কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য

ধর্ম নিয়ে : সুনীল শর্মাচার্য

মতামত

ভারতীয় বাঙালি ও ভাষাদিবস

ভারতীয় বাম ও তাদের কিচ্ছা

মুক্তগদ্য

খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য

কত রকম সমস্যার মধ্যে থাকি

শক্তি পূজোর চিরাচরিত

ভূতের গল্প

বেগুনে আগুন

পরকীয়া প্রেমের রোমান্স

মুসলমান বাঙালির নামকরণ নিয়ে

এখন লিটল ম্যাগাজিন

যদিও সংকট এখন

খাবারে রঙ

সংস্কার নিয়ে

খেজুর রসের রকমারি

‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে

মোবাইল সমাচার

ভালো কবিতা, মন্দ কবিতা

ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন

বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে

দাড়ি-গোঁফ নামচা

নস্যি নিয়ে দু-চার কথা

শীত ভাবনা

উশ্চারণ বিভ্রাট

কাঠঠোকরার খোঁজে নাসা

ভারতীয় ঘুষের কেত্তন

পায়রার সংসার

রবীন্দ্রনাথ এখন

কামতাপুরি ভাষা নিয়ে

আত্মসংকট থেকে

মিসেস আইয়ার

ফিরবে না, সে ফিরবে না

২০২১-শের কাছে প্রার্থনা

ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা

রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ

কবিতায় ‘আমি’

ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত

ধুতি হারালো তার কৌলীন্য

ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা

পৌষ পার্বণ নিয়ে

প্রেমের ফাঁদ পাতা ভুবনে

শ্রী শ্রী হক কথা

বর্তমান ভারত

ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা

ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল

ডায়েরির ছেঁড়া পাতা

অহল্যার প্রতি

উদ্ভট মানুষের চিৎপাত চিন্তা

তাহারা অদ্ভুত লোক

পৌর্বাপর্য চিন্তা-ভাবনা

নিহিত কথামালা

অবিভাজ্য আগুন

পাথরের মতো মৌন জিজ্ঞাসা

ভাবনা যত আনমনে

বিবেক পোড়ে অশান্ত অনলে

কালাকালের ডায়েরি

সম্পাদক

Jebunnahar Joni

জেবুননাহার জনি। Jebunnahar joni. কবি ও গল্পকার। জন্ম : ১১ জানুয়ারি, নারায়ণগঞ্জ; পৈতৃকনিবাস মাদারীপুর। পিতা : আতাউর রহমান হাওলাদার, মাতা : নুরুননাহার খান। সমাজকল্যাণে বিএ সম্মানসহ এমএ। পেশা : শিক্ষকতা। লেখার বিষয় : কবিতা ও গল্প। প্রকাশিত গ্রন্থ : মেঘলা রাতে চাঁদ (গল্প, ২০০৭), বিরান পথের কাশবন (কবিতা, ২০১৭)। পুরস্কার : গাংচিল সাহিত্য পুরস্কার (২০১১), সমধারা সাহিত্য পুরস্কার (২০১৫)।