Sahittya

Literature magazine | Bangla & english worldwide

sehangal biplob

sehangal biplob

যে যার মতো যোগ করি : সেহাঙ্গল বিপ্লব

যে যার মতো যোগ করি
সেহাঙ্গল বিপ্লব

অথচ পাহাড়ে যেতে যেতে তোমরাও পরিণত
হচ্ছো এক একটি দানবে। যদি উত্তরণ ঘটে
মানবতার, কোরাস গেয়ে ওঠে তোমাদের কণ্ঠ,
তবে গ্রীষ্মে তীব্র দাবদাহে কোমল বাতাস পাবে
বিশ্ব মানচিত্রের প্রতিটি পতাকায়।
সুদৃঢ় আস্থার কাঁধে হাত রেখে বলি-
মানুষের ইতিহাস মানুষ দিয়েই গড়া, শুধু
সেখানে থাকতে পারে কিছুটা অমানুষের কাণ্ড।
মানুষ কখনো অহেতুক কোনো প্রভুত্ব মানে না
আমার প্রভু আমার। তোমার প্রভু তোমার। তুমি
যাকে ডাকো, সে তোমার ডাকে সারা দেয়।
বলছি না-আমার প্রভুকে তুমি প্রভু মেনে নাও।
বলছি না-আমার প্রভুর দাসত্ব করে বাঁচতে।
চাইছি না-তোমার প্রভুকে টেনে হিচঁড়ে নামাতে।
তুমি তোমার দুয়ারে খিল মেরে নিরাপদ থাকো।
বলছি না-আমার দুয়ারে কড়া নেড়ে ঊর্ধগামী
সূর্যের গতি বাড়িয়ে তোলো।
বলছি, যে যার মতো যোগ করি ইচ্ছার শক্তিকে।

সম্পাদক

Jebunnahar Joni

জেবুননাহার জনি। Jebunnahar joni. কবি ও গল্পকার। জন্ম : ১১ জানুয়ারি, নারায়ণগঞ্জ; পৈতৃকনিবাস মাদারীপুর। পিতা : আতাউর রহমান হাওলাদার, মাতা : নুরুননাহার খান। সমাজকল্যাণে বিএ সম্মানসহ এমএ। পেশা : শিক্ষকতা। লেখার বিষয় : কবিতা ও গল্প। প্রকাশিত গ্রন্থ : মেঘলা রাতে চাঁদ (গল্প, ২০০৭), বিরান পথের কাশবন (কবিতা, ২০১৭)। পুরস্কার : গাংচিল সাহিত্য পুরস্কার (২০১১), সমধারা সাহিত্য পুরস্কার (২০১৫)।