Sahittya

Literature magazine | Bangla & english worldwide

Rahul Ghosh

Rahul Ghosh

রাহুল ঘোষের দুটি কবিতা

রাহুল ঘোষের দুটি কবিতা

মুখ

ফ্যানগুলো আওয়াজ করে চলেছে সমানে
বানভাসি দেহগুলি…
সময়ের চাপ আছে;
পড়ন্ত বিকেল।

তোমার ওপর আমার দুর্বলতা সারারাত ধরে ছিল
আজ তা হারিয়ে গেছে।

বিভিন্ন কণ্ঠের পাখি আজ সকালে দেখলাম।

গমন

যেই দেশে আমার যাওয়া-আসা
আছে বলেই তোমাকে নিয়ে যাব।

যেখানে মেঘ ভালো;
নয় কালো
বৃষ্টি নেই
রোদও নেই
আর খুব সুন্দর হাওয়া।

সাদা পায়ে সাদা জুতো
হাঁটছি…

About The Author

সম্পাদক

Jebunnahar Joni

জেবুননাহার জনি। Jebunnahar joni. কবি ও গল্পকার। জন্ম : ১১ জানুয়ারি, নারায়ণগঞ্জ; পৈতৃকনিবাস মাদারীপুর। পিতা : আতাউর রহমান হাওলাদার, মাতা : নুরুননাহার খান। সমাজকল্যাণে বিএ সম্মানসহ এমএ। পেশা : শিক্ষকতা। লেখার বিষয় : কবিতা ও গল্প। প্রকাশিত গ্রন্থ : মেঘলা রাতে চাঁদ (গল্প, ২০০৭), বিরান পথের কাশবন (কবিতা, ২০১৭)। পুরস্কার : গাংচিল সাহিত্য পুরস্কার (২০১১), সমধারা সাহিত্য পুরস্কার (২০১৫)।