Sahittya

Literature magazine | Bangla & english worldwide

soncari goshami

soncari goshami

সঞ্চারী গোস্বামীর দুটি কবিতা

সঞ্চারী গোস্বামীর দুটি কবিতা

উল্গুলানের গান ১

কিছু তো অন্যায় নেই, আকাশকুসুমও চাইছি না
আমার শ্রমের মূল্য যত কপর্দক তার চেয়ে
কমই চেয়েছি।
কমই চেয়েছি, শোনো বুক ঠুকে বলে দিতে পারি
যেটুকু ন্যায্য চাওয়া
সেটুকু চেয়েছি।

এবারে দেখতে হবে, সাহস জমিয়ে নিয়ে এসো
এবারে দেখবে কী যে ঘন এই না-পাওয়ার রঙ!
ভিক্ষা নয়, শুধু সেই দাবি পেতে আগুন জ্বেলেছি।
খিদের গন্ধের সাথে যেখানে শ্রমের গান মেলে
সেখানে এ আলো থাকে;
ভিক্ষা নয়, ভিক্ষা নয়… না-পাওয়ার রঙে আঁকা আলো

ভিক্ষা চাওয়ার থেকে থুতু ফেলে চেটে নেওয়া ভালো।

উল্গুলানের গান ২

দরাদরি করা হতো, গায়ে হাত বোলানোও হতো।
এসব মুখোশ চেনা;
এসব মুখোশ দেখে আজকাল বমি হয়ে যায়।
সেসব আশ্বাসবাণী
শুনে শুনে ঘেন্না ধরে গেছে।

এর পরে— তার পরে— সব অভিনয় শেষ হলে
মুখের ওপর থেকে মুখোশের আবরণ খুলে
সাহস থাকে তো এসো…
আমার নতুন সাজ গাঢ় কোনো রক্তচন্দনে
আগামী মৃত্যুর গন্ধ ঢেকে রেখে অপেক্ষায় আছি।

সাহস থাকে তো এসো…
‘দেখা হবে চন্দনের বনে’
আগামী মৃত্যুর গন্ধে তুমি তো এখনো ভয় পাও!

Flag Counter

সম্পাদক

Jebunnahar Joni

জেবুননাহার জনি। Jebunnahar joni. কবি ও গল্পকার। জন্ম : ১১ জানুয়ারি, নারায়ণগঞ্জ; পৈতৃকনিবাস মাদারীপুর। পিতা : আতাউর রহমান হাওলাদার, মাতা : নুরুননাহার খান। সমাজকল্যাণে বিএ সম্মানসহ এমএ। পেশা : শিক্ষকতা। লেখার বিষয় : কবিতা ও গল্প। প্রকাশিত গ্রন্থ : মেঘলা রাতে চাঁদ (গল্প, ২০০৭), বিরান পথের কাশবন (কবিতা, ২০১৭)। পুরস্কার : গাংচিল সাহিত্য পুরস্কার (২০১১), সমধারা সাহিত্য পুরস্কার (২০১৫)।